মোরেলগঞ্জে পোনা অবমুক্ত

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ

আপডেট : ০৯:০৬ পিএম, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ | ৮৯৪

মোরেলগঞ্জে ১৫ টি পুকুরে ১১ হাজার মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু এসব মৎস্য পোনা অবমুক্ত করেন।


মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য অবমুক্তকরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইয়াকিন আলী, কাউন্সিলর অলিউর রহমান, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সুমন প্রমুখ।


কুঠিবাড়ি আশ্রয়ন প্রকল্পের পুকুরে ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন আশ্রয়ন প্রকল্প কমিটির সভাপতি সেকেন্দার আলী শেখ, সাধারণ সম্পাদক সুভাস ডাকুয়া। এসব পুকুরে ১ ল টাকার সমমূল্যের ৩ শ’ ৯০ কেজি কার্প জাতীয় মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত