কচুয়ায় দন্ডপ্রাপ্ত ইউপি সদস্য সেতারা গ্রেফতার

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৫:২২ পিএম, শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮ | ২৫৬৪

কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের ৪-৫-৬ সংরতি মহিলা সদস্য মোসাঃ সেতারা বেগম ওরফে নাজমা শিকদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার বাধাল বাজার এলাকা থেকে উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান তাকে আটক করেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) রবিউল কবির বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, আটককৃতের বিরুদ্ধে আদালতের প্রেফতারী পরোয়ানা রয়েছে।

গত ০৬ মার্চ মঙ্গলবার বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ মোঃ জাকারিয়া হোসেন ৬ মাসের জেল ও বাদীর পাওনা ২লাখ ৬০ হাজার টাকা পরিশোধের এ রায় দেন।


মামলার বিবরনে জানাগেছে, উপজেলার বক্তার কাঠি গ্রামের মৃত ফজলু শিকদারের মেয়ে আসামী সেতারা বেগম একই এলাকার আমজাদ হোসেন শেখের ছেলে মোঃ চাঁন শেখ ওরফে ইদ্রিস আলীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ী করার জন্য ইট, বালী, রড, সিমেন্ট বাকীতে ক্রয় করেন। এসময়ে সেতারা বেগম চাঁনকে বাংলাদেশ কৃষি ব্যাংক বাধাল বাজার শাখার ২লাখ ৬০ হাজার টাকার একটি চেক দেন। পরে ওই টাকা দিতে অস্বীকার করায় প্রতিষ্ঠানের মালিক মোঃ চাঁন শেখ ওরফে ইদ্রিস আলী বাদী হয়ে আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত