বাগেরহাটে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৩:০৩ পিএম, বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮ | ৬৬২

বাগেরহাটে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

এসময় বক্তব্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নার্গিস পারভীন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সিফাত উদ্দিন, আরিফুজ্জামান, হিমাদ্রী খিসা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার, জেলা তথ্য কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান, বাগেরহাট প্রেসকাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার আহবায়ক আলী আকবর টুটুল, খান জাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসলাম উদ্দিন রাখী, ট্রাফিক ইন্সেপেক্টর (টিআই) আল ফারুক সহ আরও অনেকে। আলোচনা সভায়, বাগেরহাটে কমরত গণমাধ্যম কর্মী, শিক্ষক, গন্যমান্য ব্যক্তি, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির লক্ষে “নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আমাদের দায়িত্ব” শিরোনামে ২০ হাজার লিফলেট করা হবে। এ লিফলেট শিক্ষার্থীদের হাতে পৌছে দেয়া হবে। যার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরা সচেতন হবে এবং তাদের অভিভাবকদের সচেতন করবে। এছাড়া জেলায় কর্মরত চালক, চালকের সহকারীসহ গণ পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকলকে প্রশিক্ষন প্রদান করা হবে বলে আলোচনা সভায় জানানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত