বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত

শেখ আহসানুল করিম

আপডেট : ০২:২৭ পিএম, রোববার, ২ সেপ্টেম্বর ২০১৮ | ১০৬২

বাগেরহাটে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের শালতলা মোড়ে শ্রীশ্রী হরিসভা মন্দিরের সামনের সড়ক হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদণি করে।


এর আগে শ্রীশ্রী হরিসভা মন্দিরের সামনের সড়কে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজিত আলোচনা সভায় অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপত্বিতে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমদ্দার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফরিদা আক্তার বানু লুচী, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তালুকদার আব্দুল বাকী, জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিব প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক মিলন কুমার ব্যানার্জী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অবনিষ চক্রবর্ত্তী সোনা প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত