বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আলী আকবর, টুটুল

আপডেট : ০৩:০৬ পিএম, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮ | ৫১৫

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। র‌্যালীতে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, শিক্ষক ও বিপুল সংখক শিক্ষার্থীরা অংশ নেন।


বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুল ইসলামের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সবাপতি ডা. মোজাম্মেল হেসেন এমপি।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শাহিন হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফরিদা আক্তার বানু লুচি, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারোর সহকারী পরিচালক অগ্রজ কুমার রায়, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম, উন্নয়ন কর্মী শেখ আসাদ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত