ভ্রাম্যমান আদালতের অভিযান

শরণখোলায় দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৩:৩৫ পিএম, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮ | ১৯৩০

শরণখোলায় বাবু ও রাসেল নামের দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা র্নিাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এ সাজা প্রদান করেন।


সাজাপ্রাপ্তরা হলেন, রায়েন্দা বাজারের শাহজাহান হাওলাদারের ছেলে মাজহারুল ইসলাম ওরফে ডিলার বাবু (৩৫) এবং তার সহযোগী মোরেলগঞ্জ উপজেলার চিপাবারইখালী গ্রামের আ. রহমানের ছেলে রাসেল হাওলাদার (৩৩)। এদের মধ্যে বাবুকে এক বছর ও রাসেলকে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলিপ কুমার সরকার বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, আরকেডিএস বালিকা বিদ্যালয়ের সামনে একটি চা’র দোকান বসিয়ে তার আঁড়ালে বাবু দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী বিভিন্ন সময় প্রশাসনের কাছে অভিযোগ করেন। গত বুধবার রাতে বাবু মাদক সেবন করে তার পাশের কয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এমন একাধিক অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় বাবু ও তার সহযোগীকে আটক করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত