দূর্যোগে খাদ্যশস্য ও বীজ সংরক্ষণে

শরণখোলায় ৬ হাজার পরিবারে সাইলো বিতরণ

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৪:৩৮ পিএম, রোববার, ২৩ সেপ্টেম্বর ২০১৮ | ৭২৩

শরণখোলায় প্রায় ৬ হাজার দরিদ্র পরিবারে বিনা মূল্যে পারিবারিক সাইলো (ড্রাম) বিতরণ করা হয়েছে। আপদকালীণ খাদ্যশস্য, বীজসহ প্রয়োজনীয় মালামাল সংরক্ষণের জন্য সরকারের আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের মাধ্যমে এ সাইলো বিতরণ করা হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে খাদ্য অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।

রবিবার সকাল থেকে এগুলো বিতরণ শুরু হয়। তালিকাভূক্তদেরকে উপজেলা খাদ্য গুদাম থেকে সাইলো বিতরণকালে প্রত্যেক সুবিধাভোগীর হাতে এক প্যাকেট বিস্কুট ও একটি প্যাকেট জুস তুলে দেওয়া হচ্ছে। প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর মো. আবুল কালাম ও উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা দেবদূত রায় উপস্থিত থেকে সাইলো বিতরণ করেন।

প্রকল্পের কো-অর্ডিনেটর মো. আবুল কালাম বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, প্রাকৃতিক দূর্যোগের সময় সাইলোতে সংরক্ষিত খাদ্যশস্য ও বীজ দীর্ঘদিন সুরক্ষিত থাকে। সরকার বিনা মূল্যে উপকূলীয় এলাকায় দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে এগুলো দিচ্ছে। তিনি জানান, ইউনিয়ন পরিষদের মাধ্যমে সুবিধাভোগীদের তালিকা তৈরী করা হয়েছে। শরণখোলার চারটি ইউনিয়নের মোট ৫হাজার ৯৬২ পরিবারে এ সাইলো দেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত