ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোল্লাহাটে আইসক্রীম ফ্যাক্টরী ও কলা ব্যবসায়ীর অর্থদন্ড

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৪:০৯ পিএম, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮ | ১১২৬

মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ফ্যাক্টরীতে মেয়াদ বিহীন আইসক্রীম প্রস্তুত ও বিপণণের অপরাধে মোঃ জামাল হোসেন নামে এক ব্যক্তির নগদ দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এ সময় ওই আইসক্রীম ফ্যাক্টরী সংলগ্ন একটি আড়তে সোডিয়াম কোরাইড (ক্ষতিকারক পদার্থ) দিয়ে কলা পাকানোর অপরাধে মুশফিকুর নামে আপর এক ব্যক্তিকে দুই হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এছাড়া উক্ত দুই প্রতিষ্ঠানের ভেজাল/ক্ষতিকারক সামগ্রী বিনষ্ট করা হয়।


মঙ্গলবার দুপুরে মোল্লাহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সংশ্লিষ্ট অপরাধ প্রমানের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল আলম এ অর্থদন্ড দেন। এছাড়া আগামীতে যদি উক্ত প্রতিষ্ঠান এ ধরণের অপরাধ করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যাবস্থা নেয়া হবে মর্মে সাবধান করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত