আ.লীগের দুই নেতা হত্যার ঘটনায়

মোরেলগঞ্জে আ.লীগ নেতা জামিল হোসাইনের সংবাদ সম্মেলন

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০২:৫৭ পিএম, বুধবার, ৩ অক্টোবর ২০১৮ | ৯৬৭

মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিহিদার আনছার আলী সহ যুবলীগ সদস্য শুকুর শেখের হত্যার ঘটনা ও জানাযা মাঠে বাগেরহাট জেলা আ.লীগের সভাপতি এমপি মোজাম্মেল হোসেনের উপস্থিতিতে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হওয়ায় নেতাকর্মীদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বুধবার সাড়ে ১২টায় মোরেলগঞ্জ প্রেসকাবে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির শ্রম ও জনশক্তি বিয়ষক সদস্য মো. জামিল হোসাইন।


এ সম্মেলনে তিনি বলেন, দৈবজ্ঞহাটী ইউনিয়নের আ.লীগ নেতা দিহিদার আনছার আলী সহ যুবলীগ সদস্য শুকুর শেখের হত্যায় প্রশাসনের প্রতি তদন্ত পূর্বক অপরাধীদের বিচার দাবি জানান। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল ৫টায় সেলিমাবাদ কলেজ মাঠে জানাযা অনুষ্ঠানে সংসদ সদস্য মোজাম্মেল হোসেনকে লাঞ্চিত করার ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে প্রশাসনের প্রতি এ ঘটনারও তদন্ত দাবি করেন এ নেতা। আ.লীগ নেতা জামিল হোসাইন আরো বলেন, আ.লীগ হত্যার রাজনীতি করে না। দলের মধ্যে যারা গ্রুপিং সৃষ্টি করছেন তারা দলের মঙ্গল কখনও চায় না। যদি দলকে ভালবেসে থাকেন তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলেন। সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগ সরকারের সফলতার কথা তুলে ধরেন।


এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু যুব সেন্টার নেতা মো. বাদশা মীর, যুবলীগ নেতা বিপ্লব হাওলাদার, কামরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা সোলায়মান ইসলাম বাবু, যুব সেন্টার সদস্য মাহমুদুল ইসলাম প্রিন্স, রুবেল শেখ, রুহুল শেখ ও জুয়েল শেখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত