মংলায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু

মংলা প্রতিনিধি

আপডেট : ০২:০৯ পিএম, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮ | ৮১৭

মংলায় নানা আয়োজনে ৩দিন ব্যাপি শুরু হয়েছে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা। বৃহস্পতিবার সকালে মংলা উপজেলা পরিষদের আয়োজনে এ মেলার উদ্ভোধন করেন মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান একেএম ফারুক হানান। সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে মেলা মাঠে এসে শেষ হয়।

এতে অংশ নেয় মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম ফারুক হাসান, বাংলাদেশ নৌ-বাহিনীর দ্বিগরাজ নৌঘাটির কমান্ডার ক্যান্টেন নাইমুর রহমান,মংলা ইপিজেড’র জেনারেল ম্যানেজার মাহবুব আলম ছিদ্দিকিসহ মংলা বন্দর কর্তৃপক্ষ,ইপিজেড,উপজেলা প্রসাশন এবং এনজিও জেজেএস ছাড়াও সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা ও উপজেলার সকল স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক - শিক্ষার্থীরা এ র‌্যালীতে অংশ গ্রহন করেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলা চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায়,উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,মংলা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনিল কুমার বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ আঃ সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের চিত্র তুলে ধরা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত