ফকিরহাটে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৮ পালিত

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১০:৪৯ পিএম, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮ | ৫১৭

ফকিরহাট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে ও ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সহযোগীতায় ১৫ অক্টোবর বেলা ১১টায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৮ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি, হাত ধোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টেকসই “উন্নয়ন’ ‘স্বাস্থ্য সম্মত স্যানিটেশন” এ্ই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাত ধোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন।

ওয়াশ কর্মসূচীর কর্মসূচী সংগঠক প্রদীপ কুমার পালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী সরফরাজ আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, পরিসংখ্যান অফিসার সরদার আমজাদ হোসেন, স্যানেটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ মারুফ পারভেজ, সিএসএস’র ওয়াশ প্রকল্পের এরিয়া ম্যানেজার সংকর চন্দ্র জোয়াদ্দার প্রমূখ।

এসময় ব্র্যাক ওয়াস কর্মসূচীর জেএসএস টেকনিক্যাল মোঃ জাকির হোসেন, কর্মসূচী সহকারী তরিকুল ইসলাম, শামসুর উদ্দিন, লিটন মন্ডল, সিএসএস’র ওয়াশ কর্মসূচীর ইউএফ শর্মিলা আজগর খাদিজা সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত