বাগেরহাট সদরের এমপির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

চুলকাঠি প্রতিনিধি

আপডেট : ০৪:৩৭ পিএম, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮ | ১০৩৬

মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মীর শওকাত আলী বাদশা হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজায় বাগেরহাটের খানপুর ও রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি বলেন, বর্তমান সরকারের শাসনামলে আইন-শৃঙ্খলার উন্নয়নসহ দেশের সর্বত্র আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভাল রয়েছে। সম্প্রীতির মাধ্যমে বাংলাদেশের এ পূজা উৎসব পালিত হয় । এই সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই তিনি এই সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সকলকে আহবান জানান।”

মঙ্গলবার বাগেরহাট সদর উপজেলার খানপুর ও রাখালগাছি ইউনিয়নের হাকিমপুর শিকদার বাড়ি পূজা মন্ডপ, চুলকাঠি ঘনশ্যামপুর পূজা মন্ডপ, ভোজনতলা পূজা মন্ডপ, চুলকাঠি বণিকপাড়া পূজা মন্ডপ সহ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় সফরসঙ্গী হিসাবে খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ননী গোপাল সাহা, দেবরঞ্জন দাশ, রবিউল ইসলাম ফরাজী , প্রদীপ ঠাকুর, শক্তি নারায়ন দাশ, শহিদুল ইসলাম, ডা: উৎপল দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত