ফকিরহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১২:০৭ এএম, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮ | ৫২৬

‘ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর, ধ্বংস করে অন্ন, সবাই দিলে ইঁদুর মারি, ফসল রক্ষার জন্য’ এই শ্লোগানকে সামনে রেখে ফকিরহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ফকিরহাট কৃষি অফিসের আয়োজনে ফকিরহাট উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা চত্তরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে ফকিরহাট উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ আফতাব উদ্দিন।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহানাজ পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা নছরুল মিল্লাত, কৃষিবীদ শারমিনা শামিম প্রমুখ।

বক্তারা বলেন, ইঁদুর লাখ লাখ টন ফসল নষ্ট করছে। তাই সকলে মিলে ইঁদুর নিধন করা উচিত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত