সামাজিক নিরাপত্তা বেষ্টণীর আওতায়

ফকিরহাটের বেতাগায় উপকারভোগী নির্বাচন সুসম্পন্ন

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:১৬ পিএম, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮ | ৬১২

ফকিরহাট উপজেলার বেতাগায় সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় উপকারভোগী নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ৯টি ওয়ার্ডে সুসম্পন্ন করা হয়েছে। স্থানীয় জনগনের অধিকার নিশ্চিত করার লক্ষে গত ২০অক্টোবর ১নং ওর্য়াডের মাসকাটা মাধ্যমিক বিদ্যালয় হতে এই কার্যক্রমের শুরু হয়। পর্যায় ক্রমে ৯টি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তা সুসম্পন্ন হয়েছে। ১৩টি স্ট্যাডিং কমিটির নেতৃবৃন্দ জনপ্রতিনিধি সুশিল সমাজের নেতৃবৃন্দ সহ সকল জনগনের অংশ গ্রহনে বাছাই কমিটি উপকারভোগী নির্বাচন করেন। যা স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি অংশ।

বুধবার সকালে ইউনিয়নের ৮নং ওয়াডের্র ৬০তলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় উপকারভোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, স্বশাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্রুপ অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ।

সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি সচিব এসএম দাউদ আলী, প্যানেল চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, সংরক্ষিত মহিলা সদস্যা রাফেজা বেগম, সন্ধ্যা রানী দাশ, কামরুন্নাহার নীপা, ফকিরহাট অনলাইন সাংবাদিক এ্যাসোসিয়েশনের আহবায়ক সাংবাদিক পি কে অলোক, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অলিপ কুমার দাশ, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, মহিলা লীগের সভাপতি মোসাঃ নিলুফার ইয়াসমিন, সাধারন সম্পাদক শর্মিষ্ঠা দাশ, সমাজসেবক সুধির রায় চৌধুরী, প্রধান শিক্ষক দেবপ্রসাদ হালদার ও নিরা রানী রায় প্রমুখ।

সভায় সকলের অংশ গ্রহনে ভিজিডি কার্ডের খসড়া তালিকা প্রনয়ন করা হয়। পরে দুপুর সাড়ে ১২টায় ৯নং ওয়ার্ডের শ্রীরামকৃষ্ণ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি সদস্য অজয় কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুরুপ উন্মুক্ত ওর্য়াড সভা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ১নং বেতাগা ইউনিয়ন পরিষদ ও ২নং লখপুর ইউনিয়ন পরিষদ ছাড়া বাকি ৬টি ইউনিয়নে সকল জনগন ও উপকারভোগীদের অংশ গ্রহনে কোন উপকারভোগী বাছাই কার্যক্রম চলছে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত