শেখ হেলাল উদ্দীন কলেজে

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চুলকাঠি প্রতিনিধি

আপডেট : ০৬:০০ পিএম, শনিবার, ১০ নভেম্বর ২০১৮ | ৬৭০

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজের ১৮তম দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। সমবেত ভাবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় অলিম্পিক ও কলেজের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে ১৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) মোসাঃ রহিমা সুলতানা বুশরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও খুলনা বিভাগের সেরা বিদ্যোৎসাহী স্বপন দাশ। সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন এর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, কলেজ গভর্ণিং বডির সদস্য স.ম.আব্দুর রব, মোঃ ফারুকুল ইসলাম, মোঃ শহিদুল্লাহ শেখ, ইউপি সদস্য ও শিক্ষা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি প্রদিশ অধিকারী, ক্রীড়া কমিটির আহবায়ক উৎপল কুমার দাস, কেপি রায়, দীন মহম্মদ মোল্লা, শেখ তারিকুল ইসলাম, মৃত্যুঞ্জয় কুমার দাস, প্রভাষক মো: সিরাজুল ইসলাম, বিকাশ রঞ্জন বিশ্বাস, সালমা খাতুন, শেখ শামীম ইসলাম, এমরান হাওলাদার, ফকির মো: মোস্তাফিজুর রহমান সহ কলেজের শিক্ষার্থী অভিভাবক ও সুধিজন। ক্রীড়া অনুষ্ঠানের মধ্যে দেড় কিলোমিটার লম্বা ম্যারাথন দৌড় সবার নজর কাড়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত