কারিগরি শিক্ষার উপর

বাগেরহাটে এ্যাডভোকেসি সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:০০ পিএম, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮ | ১৭৮২

বাগেরহাটে কারিগরি শিক্ষার উপর এ্যাডভোসেকি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে একশন এইড এর আর্থিক সহযোগীতায় ও বাধঁন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান।


বাঁধনের নাগরিক কমিটির আহবায়ক মুখার্জী রবীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিল্লুর রহমান, বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী শেখ মনিরুজ্জামান, বাগেরহাট প্রেসকাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজগার আলী।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা যুব উন্নয়নের ক্রেডিট সুপার ভাইজার মোঃ রুহুল আমিন, মোঃ জাকির হোসেন, বাঁধনের সহ-সভাপতি খন্দোকার জাহিদ হোসেন মিন্টু প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বাঁধনের ইয়ূথ গ্রুপের সদস্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কারিগরি শিক্ষার সমস্যা গুলো চিহ্নিত করে সে গুলো সমাধানের উদ্দ্যোগ নেয়াসহ কারিগরি শিক্ষায় যুব নারী ও পুরুষের অংশ নিশ্চত করার লক্ষ্যে আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত