বাগেরহাট-২ আসন

বিএনপি প্রার্থী বললেন নির্বাচনী পরিবেশ নেই

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৭:৫৯ পিএম, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ | ১১৮০

বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) সংসদীয় আসনে নির্বাচনী পরিবেশ নেই বলে অভিযোগ করলেন বিএনপি’র প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি এম এ সালাম। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।


বিএনপি’র প্রার্থী বলেন,শাসক দলের সীমাহীন অত্যাচার, নির্যাতন ও হামলায় ইতিমধ্যে ২ শত নেতাকর্মীরা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগের ‘হাতুড়ী ও লোহার রড বাহিনী’র সদস্যরা বাড়িতে বাড়ীতে গিয়ে বিএনপি’র নেতাকর্মীদের তালিকা করে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত আহত করে চলেছে। নির্বাচন যতো এগিয়ে আসছে বিএনপি’র নেতাকর্মীদের উপর নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে। ১০ ডিসেম্বর কচুয়ার গজালিয়া ছাত্রদল নেতা মো. এখলাছুর রহমানকে নৌকা প্রতিকের সমর্থকরা লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। একই ভাবে মঘিয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক শেখ আব্দুর রবকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এই দুই নেতা এখন খুলনা ও বাগেরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া বিভিন্ন নেতাকর্মীদের হুমকী-ধামকি মারধর অব্যাহত রয়েছে। বাগেরহাট সদর আসনের সর্বত্র আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এমনকি বিএনপিকে প্রচারের জন্য মাইক ভাড়া না দিতে ও দোকানীদের নিদের্শ দিয়েছে শাষক দলের নেতারা। বিএনপিকে প্রচার-প্রচারনা চালাতে পদে-পদে বাধা দেয়া হচ্ছে। এমন পরিস্থিতির বিষয় জানিয়ে একাধিকবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে ও কোন প্রতিকার মিলছেনা। এক কথায় বাগেরহাটে কোন নির্বাচনী সুষ্ঠ পরিবেশ নেই। এ ব্যাপারে নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি প্রার্থী এমএ সালাম।


সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী রবি, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হাজরা আছাদুল ইসলাম পান্না, জেলা ছাত্রদলের সভাপতি এমরান খান সবুজ, সাধারন সম্পাদক আলী নেওয়াজ দীপসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত