বিজয় দিবস উপলক্ষে

বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:১২ পিএম, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮ | ১৭৭৪

চিতলমারীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প, দুঃস্থ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চিতলমারী উপজেলা সাবোখালী মাধ্যমিক বিদ্যালয়ে জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে ও উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খান।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহ্বায়ক ডাঃ মোশারফ হোসেন মুক্ত , স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ আবু দাউদ খান, সার্জারী বিশেষজ্ঞ ডাঃ তরিকুল ইসলাম, ফরটিস স্কটস এর আরএমও ডাঃ রবিউল আউয়াল প্রিন্স, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডাঃ ই এম বাবু। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শেখ বেল্লাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত প্রমুখ।

এ ক্যাম্পের মাধ্যমে এলাকার চার-তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সাথে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়বেটিক পরীক্ষা করা হয়। মেডিকেল ক্যাম্পটি সার্বিক পরিচালনায় ছিলেন বরিশাল মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী মোঃ তরিকুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত