নৌকা প্রতিকের নির্বাচনী জনসভায়

মোংলায় বিএনপির শতাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

মংলা প্রতিনিধি

আপডেট : ১০:৩৮ পিএম, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮ | ৮১৮

দক্ষিনাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ধর্মের মানুষদের শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। বুধবার বিকালে মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্তরে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী বেগম হাবিবুন নাহারের নির্বাচনী জন সভায় এমন আহবান জানান তিনি। তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দক্ষিনাঞ্চল তথা মোংলা বন্দরসহ এসকল উপকুলীয় অঞ্চলের উন্নয়ন হয়। বিএনপি সরকারের আমলের সময় মোংলা বন্দরসহ এর আশপাশ এলাকায় মৃত পুরিতে পরিনত হয়েছিল। তখন এখানকার মানুষ অর্ধাহারে অনাহারে দিন যাপন করেছে। আর আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর মৃত বন্দর স্বচল হয়েছে, ফিড়ে আসছে এখানকার অসহায় ও অবহেলিত মানুষের মুখে হাসিঁ। বন্দর স্বচল হয়েছে, বন্দরের আশপাশে শিল্প অঞ্চল গড়ে উঠছে, কল কারখানা তৈরী হয়েছে। মোংলা-রামপালের মানুষ তাদের কর্মস্থল সৃষ্টি হয়েছে, বন্দর সংলগ্ন ইপিজেড এ সরকারের আমলে অনেক শিল্প প্রতিষ্ঠান হয়েছে, যেখানে প্রায় ১০ হাজার মা বোনের কর্মস্থল হয়েছে। তারা এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে, সাচ্ছন্দে চলছে তাদের সংসার।

তিনি জনসভায় আরো বলেন,আগামী ৩০ ডিসেম্বর আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন, নৌকা প্রতিকে ভোট দিয়ে বেগম হাবিবুন নাহারকে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিসালী করে আগামী দিনে আওয়ামীলীগ সরকার গঠন করার সুযোগ দেয়ার আহবান জানান তিনি। এসময় তালুকদার আবদুল খালেকের হাতে ফুল দিয়ে ঘাট শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক পৌর যুবদল নেতা মোস্তফা কামাল, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাহফুজুর রহমান, মাঝিমাল্লা ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক মোঃ নান্নু ও উপজেলা মৎস্য সমিতির সাবেক সভাপতি মোঃ আফজাল হোসেন’র নেতৃত্বে প্রায় শতাধিক বিএনপি কর্মী ও সর্মথক আওয়ামীলীগে যোগদান করেন।

এ জনসভায় পৌর শহরের ৯টি ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতা কর্মি যোগ দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোড়েলগঞ্জ পৌরসভার মেয়র মনি তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার,মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,ভাইস চেয়ারম্যান কামরুনন্নাহার হাই, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন,পৌর আওয়ামীলীগ সভাপতি শেখ আব্দুস সালাস, সাধারন শেখ আব্দুর রহমান,উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ই¯্রাফিল হোসেন,সাধারন সম্পাদক ইকবাল হোসেন,পৌর যুবলীগ সভাপতি কামরুজ্জামান জসিম,সাধারন সম্পাদক আল মামুনসহ দলীয় নেতা কর্মিরা এসময় বক্তব্য রাখেন। অনুষ্ঠান শুরুর আগ মুহুর্তে সভাস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন আওয়ামীলীগ নেতা ডাক্তার মোহাম্মদ আলী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত