পুলিশ সেবা সপ্তাহ-২০১৯

বাগেরহাটে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মহড়া

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৭:৫৩ পিএম, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯ | ১৮৫৯

পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ এর ২য় দিনে বাগেরহাটে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মহড়া করেছে জেলা পুলিশ। সোমবার দুপুরে শহরের পুরাতন পুলিশ লাইন থেকে মহড়াটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন পুলিশ লাইনে এসে শেষ হয়।

মহড়ায় জেলা পুলিশের ৩৫টি যানবাহন অংশ গ্রহন করে। যানবাহন গুলিতে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মহড়া সম্বলিত ব্যানার ও প্লাকার্ড ছিল।

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মহড়ায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহদাত হোসেন, মোংলা সার্কেল খায়রুল আলম, ফকিরহাট সার্কেল মিজানুর রহমান, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন, ওসি ডিবি মোঃ রেজাউল করিম, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) আল ফারুকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও অপরাধীদের সতর্ক করতে আমাদের এ আয়োজন। এছাড়া ও আগামী ৫ দিন বিভিন্ন আয়োজন রয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত