আওয়ামীলীগের দলীয় কাউন্সিল

রামপালে ভাইস চেয়ারম্যান পদে লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিলি

এম,এ সবুর রানা,রামপাল

আপডেট : ০৯:৫৩ পিএম, বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯ | ১৩৯৮

রামপালে ৩ দিনের ব্যবধানে উৎসব মুখর পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় কাউন্সিলরদের সরাসরি প্রত্য ভোটের মাধ্যমে প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে।

বুধবার বিকাল ৩ টায় উপজেলার রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ে ২৬৭ জন দলীয় কাউন্সিলরদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে সন্ধ্যা ৬ টায় ফলাফল ঘোষনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ জামিল হাসান জামু।

ঘোষিত ফলাফল অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদে ১৪৮ ভোট পেয়ে দলীয় মনোনয়ন লাভ করেন উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নুরুল হক লিপন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গাজী রাশেদুল ইসলাম ডালিম পান ৩০ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি ১২৫ ভোট পেয়ে দলীয় মনোনয়ন লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অধ্যাপিকা ছায়রা বেগম পান ৯০ ভোট।

ভোট গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগ নেতা শ্যামল সিংহ রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফ্ফর হোসেন, অধ্য মোতাহার রহমান, শেখ নিজাম উদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত রবিবার একই স্থানে দলীয় কাউন্সিলরদের প্রত্য ভোটে উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন লাভ করেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত