অনিয়ম, দুর্নীতি ও ঘুষ কেলেঙ্কারী

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:৪৬ পিএম, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯ | ৬৫৭০

বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী অফিসারের অনিয়ম, দুর্নীতি ও ঘুষ কেলেঙ্কারীর তদন্ত শুরু হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান শামিমের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ জহিরুল ইসলাম এই তদন্ত কাজ শুরু করেন। যদিও নির্বাহী কর্মকর্তা মো: আবুসাঈদ বিষয়টি মানতে নারাজ ।


লিখিত অভিযোগে জানা গেছে, নির্বাহী অফিসার জমি আছে ঘর নাই প্রকল্পের ৫০৫ টি ঘর নির্মানে ঘর প্রতি ২০ হাজার টাকা করে দেড় কোটি টাকা উৎকোচ নিয়েছেন। বিভিন্ন সড়কের পাশের সরকারি গাছ নামমাত্র দামে নিলামের মাধ্যমে রাজস্ব ফাঁকি দিয়ে ১৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন নৈশ প্রহরী নিয়োগ দিয়ে ৫৫ লাখ টাকা ও মধুমতি নদীর বাওড় হতে বড়গুনি খাল খননের ৩৩ লাখ টাকা আত্মসাৎসহ সরকারের নানা উন্নয়ন প্রকল্পের অনিয়ম, দূর্নীতির অভিযোগ তুলেছেন। এ সকল অভিযোগের বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান শামিম নিজস্ব প্যাডে স্থানীয় সরকার মন্ত্রনালয়, জনপ্রশাসন মন্ত্রনালয়, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়, দূর্নীতি দমন কমিশন ও বিভাগীয় কমিশনার বরাবর অভিযোগের প্রেক্ষিতে এ তদন্ত শুরু হয়েছে।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: আবুসাঈদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, অভিযোগ যে কেউ কারো বিরুদ্ধে দিতেই পারে। তদন্তে যদি আমি দোষী প্রমানিত হই তা হলে কেউ তো আইনের উর্ধে নয়।


তবে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (তদন্ত কর্মকর্তা) মো: জহিরুল ইসলাম বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, চিতলমারী উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শামিম উপজেলা নির্বাহী অফিসার মো: আবুসাঈদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জেলা প্রশাসকের নির্দেশে বিষয়টির তদন্ত শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত