বাগেরহাটে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মী করাগারে

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৮:৫৯ পিএম, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯ | ১২০৮

মোংলায় নাশকতার মামলায় ২১ বিএনপি-জামায়াত নেতাকর্মী আদালতে আত্মসমর্পনের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা দায়রা ও জজ আদালত - ১ এর আদালতে আত্মসর্মণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

আত্মসমর্পনের পর তাদের কারাগারে পাঠানো বিএনপি-জামায়াত নেতাকর্মীরা হলেন, মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মো. কোহিনুর সরদার, মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক, বিএনপি নেতা গোলাম হোসেন, ফারুক, রুহুল, যুবদল নেতা আবু হোসেন পনি, মোংলা পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা মো. হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা মো: ইউনুস আলী, জামায়াত নেতা বাবর মুসাল্লী, ছাত্রদল নেতা মো. আবুল কাশেম, জাহিদ মোল্লাসহ ২১ জন।

তারা ২০১৭ ও ২০১৮ সালে মোংলা থানায় পৃথক দুইটি নাশকতা মামলার আসামী। একটি মামলায় বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিকসহ ১৫ জন ও অপর আরেকটি মামলায় জামায়াত নেতা কোহিনুর সরদারসহ ৬ জনকে আসামী করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত