বাগেরহাটে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:২০ পিএম, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯ | ৫৬৬

বাগেরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রেলরোড দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. আলী আকবর, এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দীন, কাজী মুকিত ঝন্টু, যুগ্ম-সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, সাংস্কৃতিক সম্পাদক শেখ ইলিয়াস হোসেন, সরদার বদিউজ্জামান, আহাদ উদ্দিন হায়দার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ আনিছুর রহমান, শ্রমিক লীগের সভাপতি খান আবুবকর সিদ্দিক, নাসির গাজি, যুব মহিলা লীগের আহবায়ক এ্যাড. লুনা সিদ্দিকী, উজ্জল সাহা, রানা সরদার প্রমুখ।


এছাড়া এদিন জেলার বিভিন্ন এলাকায় মাইকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন বাজানো এবং বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন প্রতিযোগীতা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত