শরণখোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৭:৫৫ পিএম, রোববার, ১০ মার্চ ২০১৯ | ৬৬৫

‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ প্রতিপাদ্যের আলোকে শরণখোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার দুপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক সুলতান আহমেদ গাজীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওমর ফারুক। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচীর সহযোগীতায় এবং রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের আয়োজনে দিবসটি পালিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত