বাগেরহাটে বাংলাদেশ প্রতিদিনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:৪৭ পিএম, শুক্রবার, ১৫ মার্চ ২০১৯ | ৪৭৯

দেশের তৃণমূল থেকে শুরু করে সকল শ্রেনী-পেশার মানুষের হৃদয়ে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। দখল করে নিয়েছে মানুষের আস্থা। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাফল্যে এখন ১০ দিগন্তে ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকালে বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও জন্ম দিনের কেক কেটে দেশে প্রচার সংখ্যার সর্বশীর্ষে থাকা পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাগেরহাটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকীর শুরুতে প্রেসক্লাবের থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ এ্যাডভোকেট মো. মোজাফফর হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আ.বাকী।

অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি নীহার রঞ্জন সাহা, যুগ্ম সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন, সাবেক সভাপতি বাবুল সরদার, সাবেক সাধারন সম্পাদক বিঞ্চু প্রসাদ চক্রবর্ত্তী, শওকত আলী বাবু, মোল্লা মাসুদুল হক, মো. ইয়ামিন আলী, অলীপ ঘটক, এস এম শামসুর রহমান প্রমুখ।

বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি শেখ আহসানুল করিমের সঞ্চালণায় অনুষ্ঠানের শুরুতে নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার হাত থেকে জাতীয় ক্রীকেট দলের সদস্যরা বেঁচে যাওয়ায় শুকরিয়া আদায়সহ সন্ত্রাসী হামরার তিব্র প্রতিবাদ জানানো হয়। অলোচনা সভায় বক্তারা পাঠকদের হৃদয় জয়করা বাংলাদেশ প্রতিদিনের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরে পত্রিকাটির সম্পাদক নঈম নিজামসহ সম্পাদকীয় নীতির প্রশংসা করেন। পরে কেক কেটে দৈনিক পত্রিকাটির দশম জন্মদিন পালন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত