উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে

বাগেরহাট সদরে বিজয়ী হলেন খান রেজাউল

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:১৯ পিএম, রোববার, ৩১ মার্চ ২০১৯ | ৪৬৭৮

ভোট কেন্দ্রে ভোটারদের কম উপস্থিতি ও কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ছাড়াই বাগেরহাট সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন। রবিবার সকাল থেকে বাগেরহাট সদর উপজেলার ৯১টি কেন্দ্রে ইভিএমএ ভোট গ্রহনের জন্য নির্বাচন কমিশনের সকল ধরনের প্রস্তুতি থাকলে ও দেখা মেলেনি কাংখিত ভোটারদের। এ উপজেলার অধিকাংশ কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ২৫ শতাংশ।

এদিকে বাগেরহাট সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভোট হয়েছে শুধু পুরুষ ভাইস চেয়ারম্যান পদে। বাগেরহাট সদর উপজেলায় ৯১টি কেন্দ্রে ফলাফল অনুযায়ী উড়োজাহাজ মার্কার প্রার্থী খান রেজাউল ইসলাম ৩০ হাজার ১শ ৮৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন তান নিকটতম প্রতিদন্ধি টিউবওয়েল মার্কার প্রার্থী সরদার মাসুদুর রহমান পেয়েছেন ১১ হাজার ৪শ ৬৯ ভোট। এছাড়াও নির্বাচনে অংশ নেয়া চশমা মার্কার মোঃ আমিরুল ইসলাম পেয়েছেন ৭ হাজার ১শ ৭২ ভোট ও তালা মার্কার সরদার আব্দুল কাদের পেয়েছেন ২ হাজার ৭শ ৬২ ভোট।



অপরদিকে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দীন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সমাজ উন্নয়ন কর্মী রিজিয়া পারভীন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত