বাগেরহাটে কেমিস্টস সম্মেলন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৭:৩৫ এএম, রোববার, ৭ এপ্রিল ২০১৯ | ১২৫১

বাগেরহাটে কেমিস্ট সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বাংলাদেশ কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতি বাগেরহাট জেলা শাখার আয়োজনে শহরের স্বাধীনতা অডিটোরিয়ামে এ সম্মেলন হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক। বাগেরহাট জেলা শাখার সভাপতি বাবু অবনিশ চক্রবর্তী সোনার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ দ্বীন আলী, পরিচালক এসএম কবির উদ্দিন বাবলু, বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি সরদার ওমর ফারুক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস রিজিয়া পারভীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন, মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাকিব হাসান, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোল্লা মকবুল হোসেন, মিজানুর রহমান সেন্টু, মোঃ মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রি করতে হবে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ, বিক্রয় নিষিদ্ধ ঔষধ ও মাদকদ্রব্য দোকানে রাখা যাবে না। ঔষধ ব্যবসায়ীদের উন্নয়নের জন্য অনেক সিদ্ধান্ত গৃহিত হয়। সম্মেলনে জেলার ৪‘শ ৫০ জন ঔষধ ব্যবসায়ী যোগদান করেন। ৪০ বছরের উপরে ব্যবসা করার জন্য রামপালের ঔষধ বিক্রেতা শান্তি রঞ্জন পালসহ তিনজনকে কেমিস্ট পদকে ভোষিত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত