মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর পিতা বিচারের আশায় ঘুরছেন

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৮:৪১ পিএম, সোমবার, ২২ এপ্রিল ২০১৯ | ৮৬৭

মোল্লাহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অনার্স পড়ুয়া মেধাবী কামাল শেখসহ ৫ জনের মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক বিচারের আশায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে ঘুরছেন অসহায় পিতা বাদশা শেখ। কাটাখালী হাইওয়ে পুলিশে কর্মরত মামলার তদন্ত কর্তা এস,আই, বরেন্দ্রনাথ রায় আসামীদের দ্বারা প্রভাবিত হয়ে সত্য আড়ালের চেস্টা করছেন বলেও জানান বাদশা শেখ। কোন প্রকারে যেন সত্য ঘটনা আড়াল না হয় সে বিষয়ে বাগেরহাট পুলিশ সুপার বরাবরে গত ১৩/০৩/১৯ ইং ও ১৬/০৪/১৯ ইং পৃথক দুটি আবেদন করেছেন তিনি।

উক্ত আবেদনে প্রকাশ- গত ০৮/১১/২০১৮ ইং রাত সাড়ে ৮টার দিকে খুলনা-মাওয়া মাহা সড়কের বোয়ালিয়া সাগর ফিলিং ষ্টেশনের সামনে বেপরোয়া চালিত বাসের চাপায় একটি নছিমনে আরোহী ১৬ জনের মাঝে মোট ৫জনের মৃত্যু হয়। অলৌকিকভাবে বাকী ১১জন অক্ষত থাকে। এরা সকলেই ইমারত শ্রমিক এবং ঢালাই কাজ করে বাড়ী ফিরছিলেন। সংসারে অভাব-অনাটনের কারণে ওই শ্রমিকদের সঙ্গে কাজ করতেন গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের অনার্সের মেধাবী ছাত্র কামাল শেখ। উক্ত দুর্ঘটনায় মামলা হলেও কামালের পিতার সঙ্গে কোনরূপ আলোচনা ছাড়াই ঘাতক গাড়ী ছেড়ে দেওয়াসহ তদন্তে সত্য ঘটনা আড়ালের চেষ্টা করছেন আই,ও। কামালের পিতা বাদশা শেখ এ ঘটনার যথাযথ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন।

এ মামলার তদন্তকর্তা এস,ই, বরেন্দ্রনাথকে মোবাইল করলেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত