বয়স্ক "মা"! তাঁদের এরকম কষ্টই আপনার আমার বিপদ সৃষ্টি করে!

গাজী ইলিয়াছ

আপডেট : ০৭:৩০ পিএম, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ | ৯৭০

উত্তরা ৬ নং সেক্টর বিডিআর বাজার!অনেক কষ্টের এক চিত্র ! সক্ষম পাড়ার এ বাজারে অনেক বয়স্কা মহিলাদের দেখি যাঁরা অনেক ভিড়ের মাঝেও ভিক্ষার জন্য হাত বাড়ায়। তাঁদের প্রতি আমার দরদকে থামানোর জন্য অনেকে বলে ঊনারা নাকি পেশাদার ভিক্ষুক! যদি তাই হয় তাঁদের এ বিচরণ বা এ পেশার কাজ যাতে চালাতে না পারে সে ব্যবস্থা কি নেয়া যায় না?৷ "মা" এর বয়সী বা "মা" এর চেয়ে বেশী বয়সের এ রকম মুরব্বি মহিলা যখন এ গরমে বাজারের ভিড়ে হাত বাড়ায় তখন খুব খারাপই লাগে। তবে আমার বাস্তব গবেষণায় দেখেছি তাঁরা সকলেই অসহায়! আমি তাঁদের বসবাসরত পাড়ায় বা বস্তিতে মাঝে মাঝে যায়। কি কষ্টের জীবন যাপন যে তাঁরা পার করছে তা বাস্তবে দেখে মন্তব্য করার অনুরোধ করি। আমার মনে হয় ঢাকা বা দেশের বিভিন্ন শহরের প্রতিটি বাজারে এ অবস্থা বিদ্যমান। সরকারি কল্যান দপ্তর বা এতদ্সংশ্লিট দপ্তরগুলো এ সকল চিত্র দেখে কোন প্রকল্প কি নিতে পারে না? সংখ্যায় তো ঊনারা অনেক।

রাষ্ট্রের বা সক্ষম জনগোষ্ঠীর বিপদ এগুলো থেকে সৃষ্টি হয় বলে আমি দৃঢভাবে বিশ্বাস করি। ঊনাদের এ কষ্টের কারণেই আমাদের অজান্তে আমাদের ঘরে বা রাষ্ট্রে বিপদ বা দূর্ঘটনা ঘটছে! তখন আমরা শুধু ভাবি কেন এমন হলো? এ হলো প্রকৃতির বিচার! আর সক্ষম সামর্থ্যবান জনগোষ্ঠীর কেউ যদি চিন্তা করে আমি এ রকম একজন বুড়ো মায়ের আমৃত্যু দায়িত্ব নিব তাহলে কি তাঁরা রাজি হবেন না? আজ বাস্তবে গভীর পর্যবেক্ষনে দেখছি গরীব জনগোষ্ঠী ও সক্ষম জনগোষ্ঠীর মধ্যে শক্ত এক দেওয়াল তৈয়ার হয়ে গেছে। যে কারনে এ করুন মর্মস্পর্শী চিত্রও আজ আমাদের হৃদয়কে সে রকম টাচ্ করে না! আমরা সে রকম হৃদয় তাড়িত হই না। মাননীয় সরকার, কিছু কি করার নেই? রাষ্ট্রকে দূর্ঘটনা, বিপদ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে হলে অসহায় মানুষের নীরব যন্ত্রণা দূরীকরণের পদক্ষেপ নেওয়া খুবই জরুরী মনেকরি। নতুবা বিপদ হবেই এতে কোন সন্দেহ নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত