মোংলায় কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত 

মাসুদ রানা  মংলা

আপডেট : ০৭:২৮ পিএম, বুধবার, ৫ জুন ২০১৯ | ৫৩৫

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদুল ফিতর। ঈদের নামাজ আদায় করতে মংলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমেছে। মংলা পৌরসভার আয়োজনে প্রতিবছরের ন্যায় শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭ টায়। দ্বিতীয় জামাত হয় সকাল ৮ টায়।কিন্তু সকাল ৭টা থেকে ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। ধনী-গরিব নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে মংলার কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন প্রায় ৩ হাজার মুসল্লি।নামাজে ইমামতি করেন মোংলা কেন্দ্রীয় বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তৈয়বুর রহমান।

নামাজ শুরুর আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব জুলফিকার আলী। ঈদগাহে মুসল্লিদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন মোংলা থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত