রাজস্ব খাত থেকে বেতন-ভাতার দাবিতে

মোরেলগঞ্জে পৌর কর্মচারীদের কর্মবিরতি

মোরেলগঞ্জ সংবাদদাতা

আপডেট : ০২:২৯ পিএম, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭ | ১০৫০

মোরেলগঞ্জে পৌর কর্মচারীদের কর্মবিরতি

সরকারি কোষাগার থেকে বেতন ভাতা প্রদানের এক দফা দাবিতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মবিরতির অংশ হিসেবে সোমবার মোরেলগঞ্জ পৌরসভা এ্যাসোসিয়েশন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করে।


এ উপলক্ষে পৌরসভা এ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ অফিসিয়াল কার্যক্রম বন্ধ রেখে পৌরসভা চত্বরে অবস্থান নেয়। সরকারি কোষাগার থেকে বেতন ভাতা প্রদানের এক দফা দাবিতে এসময় বক্তব্য রাখেন,পৌরসভার সচিব মোঃ সাইফুল ইসলাম, সহকারী প্রকৌশলী এসএম হাবিবুল্লাহ, হিসাব রক্ষক সরদার আঃ হান্নান, ট্যাক্স কালেক্টর মোঃ মোহসীন হোসেন, সহকারী কর নিধারক মোঃ আসাদুজ্জামান লিয়াদ, রীতা দাস, বিদ্যুৎ কুমার দাস প্রমুখ।

পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন কর্মবিরতি চলার কারনে ভোগান্তিতে পড়ে পৌরসভার অনেক ভূক্তভোগী। এলাকার অনেক লোক পরিচয়পত্র, করপ্রদানসহ নানা কাজ করতে এসে ফিরে যেতে বাধ্য হয়েছে। সারা দেশের ৩২৮ টি পৌরসভা একযোগে এ কর্মবিরতি পালন করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত