মোল্লাহাটে পাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে সভা

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৬:০৯ পিএম, রোববার, ১৬ জুন ২০১৯ | ৫৬১

মোল্লাহাটে শিশু পাচার প্রতিরোধ ও জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে মানব পাচার প্রতিরোধ ও দমন জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০২২ বাস্তবায়নে “উপজেলা পাচার প্রতিরোধ কমিটি”তে যুব ও শিশু প্রতিনিধিদের অন্তর্ভুক্তি ও কমিটির দায়িত্ব কর্তব্য সম্পর্কিত এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশের আয়োজনে রোবিবার বিকাল ৩টায় মোল্লাহাট অফিসার্স ক্লাবে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার। ইনসিডিন বাংলাদেশের সমন্বয়কারী এ্যাডঃ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ কামরুন্নেছা। এছাড়া উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত