মোরেলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ২০ লাখ টাকা অনুদান

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৫:০০ পিএম, শনিবার, ২২ জুন ২০১৯ | ৪৯৭

মোরেলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর ৮টি শ্রেণি পেশার ১১০জন লোকের পেশাগত মান উন্নয়নের জন্য প্রায় ২০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন শনিবার বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে টাকা তুলে দেন।

সমাজসেবা অধিদপ্তরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কামার, কুমার, বাশ-বেত প্রস্তুতকারক, হেয়ার ড্রেসিং, জুতা মেরামতকারি, কাসা-পিতল প্রস্তুতকারি, লোক শিল্প ও নকশিকাথার সাথে জড়িত এমন ১১০ জনকে ১৮ হাজার টাকা করে দেওয়া হয়।

অফিসার্স কাবে অনুষ্ঠিত এ টাকা বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস।

সমাজসেবা অধিদপ্তর বাগেরহাট জেলা উপ-পরিচালক এস.এম রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রায়হান কবির এসময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত