মোরেলগঞ্জে ঘের ব্যবসায়ীর চিকিৎসায় প্রান গেল গৃহিনীর

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ

আপডেট : ০৮:৩৭ পিএম, সোমবার, ২২ জুলাই ২০১৯ | ২৩৫৪

মোরেলগঞ্জে এক হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় পলি হালদার(২৫) নামে এক গৃহিনীর মৃত্যু হয়েছে। বহরবুনিয়া গ্রামের রিপন হালদারের স্ত্রী পলি অকাল গর্ভপাতজনিত ঘটনার এক সপ্তাহ পরে রবিবার রাত ১০টার দিকে ভুল চিকিৎসায় মারা যান। থানা পুলিশ সোমবার বিকেল ৩ টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে।



এ বিষয়ে রিপন হালদার বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, অকাল গর্ভপাত জনিত কারনে রবিবার তার স্ত্রী অসুস্থ্য বোধ করেন। তখন প্রতিবেশী ঘের ব্যবসায়ী কথিত ডাক্তার মনিতোশ মন্ডলকে ডেকে আনেন। মনিতোশ প্রথমে ৩টি ট্যাবলেট খাওয়ান পলিকে। পরে ৩ টি ইনজেকশন করেন। ইনজেকশন করার কিছুক্ষণ পরেই মারা যায় পলি।



এ বিষয়ে কথিত ওই ডাক্তার ঘের ব্যবসায়ী মনিতোশ মন্ডল বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, ‘আমি খুলনায় এক ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসা দিয়েছি। কোন এমবিবিএস বা এফসিপিস এ চিকিৎসায় ভুল ধরতে পারবেনা’। মনিতোশ মন্ডলের শিক্ষাগত যোগ্যতা এসএসপি পাশ বলে জানা গেছে। এলাকায় তিনি ডাক্তার হিসেবেই পরিচিত। নিজ বাড়িতে রয়েছে চেম্বার ও ওষুধের দোকান।



এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, গৃহিনী পলি হালদারের মৃত্যুর সঠিক কারন জানার জন্য লাশ উদ্ধার করা হয়েছে। কাল মঙ্গলবার ময়না তদন্ত করানো হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত