শরণখোলা সরকারি কলেজে বঙ্গবন্ধুর স্মরণসভায় ডা. মোজাম্মেল এমপি

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৬:২১ পিএম, রোববার, ২৫ আগস্ট ২০১৯ | ৫২৫

বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আদর্শকে ধারণ করে সমৃদ্ধশালী দেশ গড়ার কাজে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বাগেরহাটের শরণখোলা সরকারি কলেজে রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি এ আহবান জানান।

ডা. মোজাম্মেল হোসেন অডিটোরিয়ামে অধ্যক্ষ মো. নুরুল আলম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম সাইফুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ খালেক খান, অধ্যাপক আকন আলমগীর, ইউপি চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল কবির কিচলু, যুবলীগ নেতা জিয়াউদ্দিন তালুকদার, ইমরান হোসেন রাজিব, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার নিহত স্বজনদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত