চিতলমারীতে আমার গ্রাম, আমার শহর এবং তারুণ্যের শক্তি সেমিনার

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৭:৪৮ পিএম, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯ | ৫৫২

চিতলমারীতে আমার গ্রাম, আমার শহর এবং তারুণ্যের শক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ ও অতিরিক্ত সচিব ডক্টর আব্দুল মান্নান।

বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলাম।

সেমিনারে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভিন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার তাসলিন ফারহানা, শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনসহ নয় উপজেলার নির্বাহী অফিসার ও বাগেরহাট জেলা এবং চিতলমারী উপজেলার সরকারি দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনে ছিলেন চিতলমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত