শরণখোলায় পাগল ছেলের দায়ের কোপে মৃত্যু হল বাবার

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ১০:০৩ পিএম, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯ | ৬৮৩

পাগল ছেলের দায়ের কোপে মারা গেলেন বৃদ্ধ বাবা রাশেদ খান (৮৫)। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। মস্তিষ্ক বিকৃত ছেলে কুদ্দুস খান (২৫) পায়ের শিকল ভেঙে ধারালো দা দিয়ে বিছানায় পড়ে থাকা অসুস্থ বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের পূর্ব সোনাতলা গ্রামে। রাত ৯টায় শরণখোলা থানা সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

সোনাতলা গ্রামের বাসিন্দা প্রতিবেশী মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বেশ কয়েক বছর ধরে কুদ্দুসের মাথা খারাপ। তাকে পাবনা মানষিক হাসপাতাল থেকে পাঁচ-ছয়মাস আগে নিয়ে আসার পর সাভাবিক ছিলো। সপ্তাহখানেক আগে তার আচার-আচরণ অস্বাভাবিক হলে পরিবারের লোকেরা তাকে শিকল দিয়ে ঘরে বেধে রাখে। শুক্রবার দুপুর ১২টার দিকে ইট দিয়ে শিকল ভেঙে প্রথমে তার মাকে দা নিয়ে ধাওয়া করে। মাকে না পেয়ে বিছানায় থাকা অচল বাবাকে কুপিয়ে জখম করে।

তিনি আরো জানান, এক বছর আগে তার একমাত্র ছেলেকে এবং তার আগে বাবাকেও আরেকবার কুপিয়ে ছিলো কুদ্দুস।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তবে আসামী পাগল হওয়ায় কোন ধারায় মামলা হবে, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত