চিতলমারীত বুলবুলে ক্ষতিগ্রস্থ চাষিদের মাঝে বোরোধান ও উচ্ছের বীজ বিতরণ

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৯:৫৬ পিএম, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ | ৪৬৫

চিতলমারীতে বুলবুলে ক্ষতিগ্রস্থ চাষিদের মাঝে বিনামূল্যে বোরোধান ও শীতকালিন উচ্ছের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ বীজ বিতরণ করা হয়। বীজ বিতরণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল। সম্মানিত অতিথি ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক রঘুনাথ কর।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অসীম কুমার দাশ ও হিজলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আজমীর আলী। অনুষ্ঠানে ৯৭০ জনকে ধান বীজ ও ২ হাজার ১০০ জনকে উচ্ছের বীজ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত