চিতলমারীতে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা অনুষ্ঠিত

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৬:০৬ পিএম, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ | ৫৩৯

বাগেরহাটের চিতলমারীতে দুই দিনব্যাপী খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তোরণ’র সফল প্রকল্পের উদ্যোগে রবিবার ও সোমবার দুই দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ খাদ্য ও পুষ্টি মেলা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

মেলায় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিষয়ক প্রায় ৩০ টি স্টল অংশ গ্রহণ করে। এ মেলা উপলক্ষে রবিবার দিন ব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, ওসি (তদন্ত) মোঃ ইকরাম হোসেন, সমাজ সেবা অফিসার মোঃ আবু মুসা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সফল প্রকল্পের কনসালট্যান্ট মতিন সরদার, স্পেসালিস্ট মোঃ মাহমুদুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন, প্রোগ্রাম অফিসার মোঃ ফরহাদ হোসেন, সাপ্লাই চেইন অফিসার রেজওয়ান আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত