চিতলমারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৭:০৩ পিএম, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০ | ৪৬৩

বাগেরহাটের চিতলমারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় র‌্যালীটি বের হয়। র‌্যালীটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি এস, এম, মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফিজুর রহমান, সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ বাবুল মিয়া, সরকারি এস, এম, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মল্লিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ বেল্লাল হোসেন ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন। সভাটি সঞ্চালন করেন একাডেমিক শিক্ষা অফিসার প্রদীপ ভৌমিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত