প্রয়াত এমপির নামে দোয়া না হওয়ায় মোরেলগঞ্জে নেতাদের ক্ষোভ

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৫:৪৭ পিএম, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ | ৭৫৮

বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের প্রয়াত সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের নামে দোয়া ও আলোচনা সভার আয়োজন না করায় মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন দলের কয়েকজন নেতা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানিয়ে উপজেলা আওয়ামী লীগ ও প্রেস ক্লাব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মো.এছহাক আলী হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল হোসেন ফকির ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম হাওলাদার।

অভিযোগে বলা হয়েছে, সদ্য প্রয়াত এমপি ডা. মোজাম্মেল হোসেনের নামে সকল ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে গত শুক্রবার সকল মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনার আয়োজন করার সিদ্ধান্ত দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। খাউলিয়া ইউনিয়নে ওই সিদ্ধান্ত পালন করা হয়নি।

এ বিষয়ে জানার জন্য ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মাষ্টার আবুল খায়ের এর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত