মোরেলগঞ্জে আরও ১০ লাখ মাছের পোনা আটক, নদীতে অবমুক্ত

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৮:৪৪ পিএম, বুধবার, ২২ জানুয়ারী ২০২০ | ৫৪১

বাগেরহাটের মোরেলগঞ্জে আরও ১০ লাখ পার্শে মাছের পোনা আটক করে নদীতে অবমুক্ত ও ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার বিকেল ৬টার দিকে পানগুছি নদীতে অভিযান চালিয়ে পোনামাছসহ ট্রলারটি আটক করে কোস্ট গার্ড।

পরে ট্রলার ও এর জেলেদেরকে মোবাইল কোর্টে তোলা হয়। কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জণ চন্দ্র দে ট্রলারের মাঝি দাকোপ উপজেলার কাকড়াবুনিয়া গ্রামের মো. আলী কাজী(৩৮) ও নুরুজ্জামান গাজীকে(৪৮) ৪ হাজার টাকা করে অর্থদন্ড দেন এবং পোনামাছগুলো নদীতে অবমুক্ত করেন।

সহকারি মৎস্য কর্মকর্তা মেখ ইয়াকিন আলী ও কোস্ট গার্ড মোরেলগঞ্জ কন্টিজেন্ট কমন্ডিার মো. আব্দুল হাকিম এ সময় উপস্থিত ছিলেন্। এদিন সকালে ৫ লাখ পার্শে মাছের পোনাসহ আরও একটি ট্রলার কোস্ট গার্ড আটক করে। ট্রলার দু’টি সুন্দরবনের ভোলা নদীর সোনার চর এলাকা থেকে পোনামাছ ধরে বাগেরহাটের রামপাল যাবার পথে পানগুছি নদীতে আটক হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত