এসএসসির প্রথম দিনে বাগেরহাটে অনুপস্থিত ১৩১

স্টাফ রির্পোটার

আপডেট : ০৯:০৭ পিএম, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০ | ৫৬২

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে (সোমবার-৩ জানুয়ারি) বাগেরহাটে ১‘শ ৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে এসএসসিতে ৪৮, দাখিলে ৬১ এবং ভোকেশনাল (কারিগরি)তে ২২ জন রয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাগেরহাট২৪কে বলেন, এসএসসি বাংলা পরীক্ষায় মোট ১২ হাজার ৯‘শ ৪৩ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ১২ হাজার ৮‘শ ৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। ভকেশনালে ১ হাজার ৪‘শ ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩‘শ ৯১ এবং দাখিলে (মাদরাসা) ৩ হাজার ৯‘শ ১৪ জনের মধ্যে ৩ হাজার ৮‘শ ৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছেন। এছাড়া জেলার ৯টি উপজেলায় ৪৯টি কেন্দ্রের কোথাও কোন অপ্রতিকির ঘটনার খবর পাওয়া যায়নি। সর্বোত্রই সুষ্ঠভাবে পরীক্ষা সম্পূর্ণ হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত