ফকিরহাটে উন্মুক্ত ওয়ার্ড সভা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৯:৩৪ পিএম, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০ | ৬০৮

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং টেকসই ও স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষে ২নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা মঙ্গলবার বিকাল ৫টায় ধনপোতা মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠত হয়েছে।

ওয়ার্ড মেম্বার মোঃ জামাল উদ্দিন ফকির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উন্মুক্ত ওয়ার্ড সভার প্রবক্তা স্বপন দাশ। সম্মানিত অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির অবসরপ্রাপ্ত মহা-ব্যাবস্থাপক অসীম কুমার দাশ, উদ্ভোধক ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যাবস্থাপক মোঃ আহসানুল করিম, ইউনিয়ন উন্নয়ন সহযোগী শিক্ষাবিদ দুলাল চন্দ্র দাশ, উন্নয়ন সহযোগী বিশিষ্ট সমাজসেবক আনন্দ কুমার দাশ ও ইউনিয়ন উচ্চশিক্ষা সহায়তা সংক্রান্ত বাছাই কমিটির আহবায়ক শিক্ষাবিদ দাশ শিশির কুমার। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা রাফেজা বেগম। মোঃ মাহাবাবুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদা, শিক্ষিকা নিলুফার ইয়াসমীন, প্রতিবন্ধি সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মোঃ তৌফিকুর রহমান ও আলফাজ আল মেহেবুব প্রমুখ।

এসময় উপকার ভোগীদের মধ্যে চাহিদা দাবী করে প্রস্তাবনা করেন, বিল্লাল ফকির, লাকি বেগম, সুফিয়া বেগম, নাজমা বেগম, সাইদা বেগম, মেহেরুন বেগম, ইমরান হোসেন, আফজাল হোসেন, আজিম শেখ, তহমিনা বেগম, আকবার ফকির ও রবিউল ইসলাম প্রমুখ।

সভায় উপস্থিত সকলের প্রস্তাবনা ইউপি সচিব এসএম দাউদ আলী একটি খসড়া রেজুলেশন আকারে লিপিবদ্ধ করেন। এসময় সকল পেশার সকল শ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত