শিশু পাচার প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিতে মোল্লাহাটে রিফ্রেশার্সের প্রচারণা

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৬:৩৮ পিএম, রোববার, ৮ মার্চ ২০২০ | ৭৬১

মোল্লাহাটে শিশু পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে রিফ্রেশার্স প্রচারণা কার্যক্রমের আওতায় দারিয়ালা কাচনা কুশলা (ডিকেকে) মাধ্যমিক বিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শন ও আলোচনা সভা হয়েছে। বেসরকারী প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশ’র আয়োজনে রবিবার দুপুর ১২টায় এ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দারিয়ালা কাচনা কুশলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা জমির হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নেছা, বিশেষ অতিথি ছিলেন ইনসিডিন বাংলাদেশর কো-অর্ডিনেটর মোঃ রফিকুল আলম ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান।

এছাড়া বক্তব্যদেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নাজমুল হক খান, সিনিয়র শিক্ষক পারভীন আক্তার ও সাংবাদিক শেখ শাহিনুর ইসলাম শাহিনসহ ওই বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষার্থী প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত