পণ্যের মূল্যবৃদ্ধি না করতে ব্যবসায়ীদের সতর্ক করল প্রশাসন

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৬:৩১ পিএম, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ | ৫২৯

বাগেরহাটের চিতলমারীতে করোনা ভাইরাসকে পূূঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যর কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা লাভের চেষ্টা করছে। এমন খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফুল আলম সদর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছেন।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, ‘যদি কেউ নিয়ম না মেনে মানুষের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বেশী নেন, তাহলে তার বিরুদ্ধে মোবাইল কোটের মাধ্যমে জেল জরিমানাসহ আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম বাগেরহাট২৪কে জানান, করোনা প্রতিরোধে সার্বিকভাবে সচেতনতা মূলক কর্মকান্ডের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে পণ্য সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা লাভের চেষ্টা করছে। তাই তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। যদি কেউ নিয়ম না মেনে পণ্যর দাম বেশি নেন তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত