মোরেলগঞ্জে ৭ শ’ পরিবারে জরুরি খাদ্য সহায়তা

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০২:৫৩ পিএম, সোমবার, ৩০ মার্চ ২০২০ | ১০২১

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাথমিক অবস্থায় ৭শ’ পরিবারকে জরুরি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সোমবার বেলা ৮টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বিভিন্ন ইউনিয়ন ঘুরে ইউনিয়ন ট্যাগ অফিসার ও চেয়ারম্যানদের উপস্থিতিতে বাছাইকৃত পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন এ সময় তার সাথে ছিলেন। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, আঁধা কেজি ডাল ও আঁধা লিটার করে ছয়াবিন তেল দেওয়া হয়েছে।

নির্বাহী কর্মকর্তা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা ক্ষুদ্র ব্যাবসায়ী ও দিনমজুর শ্রেণির পরিবারে খাদ্য সংকট এড়াতে সরকার এ সহায়তা দেওয়া শুরু করেছে।

অপরদিকে উপজেলা যুবলীগের পক্ষ হতেও আজ ইউনিয়ন পর্যায়ে দিনমজুর ও নি¤œ আয়ের লোকেদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। যুবলীগ আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম এগুলো বিতরণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত