করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ২৩ বাংলাদেশির মৃত্যু

`মনজিলুর রহমান আটলান্টা, জর্জিয়া যুক্তরাষ্ট্র

আপডেট : ১০:১৪ পিএম, সোমবার, ৩০ মার্চ ২০২০ | ৯৩১

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২৩ বাংলাদেশির মৃত্যু খবর পাওয়া গেছে । এদের মধ্যে ২১ জনই বিশ্বের রাজধানী খ্যত নিউইয়র্কে শহরে । বাকী দু’জন মিশিগান অঙ্গরাজ্যের ড্রেটয়েট ও নিউজার্সির প্যাটারসন সিটিতে । মৃত্যুর মিছিলে মসজিদের এক মুয়াজ্জিনও রয়েছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত আরো ৫০/ ৬০ জন ।

গত ২৮ মার্চ শনিবার একই দিনে মারা গেছেন ৮ জন । মৃতরা হলেন , কায়কোবাদ, শফিকুর রহমান মজুমদার, আজিজুর রহমান, মির্জা হুদা সোহাগ, বিজিত কুমার সাহা, মো. শিপন হোসাইন, জায়েদ আলম ও মুতাব্বির চৌধুরী ইসমত।

টুইন টাওয়ার নির্মমতার পর এক সঙ্গে এত বাংলাদেশির মৃত্যু হবে বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কে সেটা হয়তো কেউ কল্পনা করেনি। করোনাভাইরাসে এক দিনে এত প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শোকে স্তব্ধ বাঙালি কমিউনিটি। বাড়ছে আতঙ্ক, উৎকণ্ঠা। চারদিকে শুধু চাপা কষ্ট, কখন কী হয়ে যায়?

যুক্তরাষ্ট্রে সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ হাজার ৪৮৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪ জন। নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত মানুষের সংখ্যা ৫৯ হাজার ৬৪৮। এতে মৃত্যু হয়েছে ৯৬৫ জনের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত