ফকিরহাটে জলে ফুলে বাসন্তি দেবীর পুজা অর্চনা আরম্ভ

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৭:১১ পিএম, বুধবার, ১ এপ্রিল ২০২০ | ৬২০

বাগেরহাটের ফকিরহাটে ঢাক ঢোল বাজি বাজনা ছাড়াই জলে ফুলে শ্রী শ্রী বাসন্তি দেবীর পুজা অর্চনা আরম্ভ হয়েছে। সোমবার ষষ্টী পুজার মধ্যদিয়ে বেশ কয়েকটি মন্দিরে এই পূজা অর্চনা শুরু করা হয়।

করোনা ভাইরাসে সারাদেশে লকডাউন থাকায় সনাতন ধর্মালোম্বিরা ঢাক ঢোল ও বাজি বাজনা ছাড়াই জলে ফুলে শ্রী শ্রী বাসন্তি দেবীর পুজা অর্চনা শুরু করেন। সপ্তমী পুজা শেষে বুধবার অষ্টমী পুজা আরম্ব হলেও মন্দির মিলনায়তনে তেমন একটা ভক্ত ও দর্শকদের উপস্থিতি দেখা যায়নী। পুরাহীত ও তার একজন সহকর্মী নিয়ে পুজা অর্চনা শুরু করেছেন। টাউন নওয়াপাড়া বাজার শ্রী শ্রী বাসন্তি মন্দিরের পুরাহীত মলয় চক্রবর্তী বলেন, এই মন্দিরে ঢাক ঢোল বাজি বাজনা ছাড়াই শুধুমাত্র জলে ফুলে পুজা অর্চনা শুরু করা হয়। করোনা ভাইরাস থেকে মুক্তি ও দেশ বাসির শান্তি কামনায় বিশেষ প্রার্থনাও করা হচ্ছে।

এছাড়াও পিলজংগ সাধুর সাধের বটতলা বাসন্তি মন্দির ও বেতাগার বিঘাই সর্বজনীন বাসন্তি মন্দিরে প্রতীমা তৈরী করে এবং ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা দেয়াপাড়া সর্বজনীন বাসন্তি সেবাশ্রমে ঘট পেতে পুজা অর্চনা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত